চাঁদপুরের ফরিদগঞ্জে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে পুলিশ আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানার এসআই আনোয়ার হোসেন ও এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নে হরিণা এলাকার বেপারী বাড়ীর দুলাল বেপারীর বসতঘরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তাসলিমা (২৬)কে ৫ কেজি গাজাঁসহ তার বাবার ঘর থেকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী তাসলিমা বেগম গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের হরিণা এলাকার বেপারী বাড়ীর (ধোয়া বাড়ীর) দুলাল বেপারীর মেয়ে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ৫ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক তাসলিমা ও তার স্বামী ফয়সাল শেখ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত। দীর্ঘদিন পুলিশি নজরদারি করে তাসলিমাকে গাঁজাসহ আটকরা গেল। তবে তার স্বামী পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এএম