রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এ সময় পৌরসভার পিয়াদা গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
মুক্তার আলী একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।
মুক্তার আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এর আগেও একাধিকবার বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছিলেন আড়ানী পৌর মেয়র। মামলায় জামিন না নেওয়ায় তাকে আবারও গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ