লাইসেন্সিং বিধিমালা সংশোধন সহ বিভিন্ন কালাকানুন বাতিলের দাবিতে ফেডারেশন অব কাস্টমস সিএন্ডএফ এজেন্টের ডাকে দেশব্যাপী চলছে পূর্ণদিবস কর্মবিরতি।
চট্রগ্রাম ঢাকা মোংলা বেনাপোল ভোমরা বুড়িমারীসহ দেশের সবগুলো বিমান, নৌ এবং স্থলবন্দরে একযোগে শুরু হয়েছে কর্মবিরতি।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কর্মকর্তাসহ সাধারণ সদস্যরা সকাল থেকে কাস্টমস হাউজের প্রধান ফটক দখল করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন।
এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধন না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতির ডাক দেয় ফেডারেশন অব বাংলাদেশ সিএন্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোলসহ দেশের ১১টি শুল্ক স্টেশনে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে।
কর্মবিরতি চলাকালীন দিনভর কাস্টমসে সব ধরনের পণ্য খালাস কার্যক্রম থেকে বিরত থাকবেন সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। এছাড়া প্রতিবাদ কর্মসূচি সফল করতে সিঅ্যান্ডএফ সদস্যদের মধ্যে লিফলেট বিতরণ ও পথসভা চলবে।
বিডি প্রতিদিন/নাজমুল