৩ জুলাই, ২০২২ ২১:৩৯

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি, বাড়ছে ভোগান্তি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি, বাড়ছে ভোগান্তি

কুড়িগ্রামে সকল নদ-নদীর পানি কমে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও পানিবন্দী মানুষের দুর্ভোগ এখনও কমেনি। এখন পর্যন্ত অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। 

দুই দফা বন্যায় জেলার নাগেশ্বরী, ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার চর ও দ্বীপ চরের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। চলতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। 

রবিবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়,সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষক।চলতি বন্যায় জেলায় ১৫ হাজার ৮৫১ হেক্টর ফসল বিনষ্ট হয়েছে এবং ৯ উপজেলার ৮০ হাজার ৩৫ জন কৃষক ও চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন।বন্যার পানি নেমে গেলেও এসব ফসলী জমি এখনও পানির নিচে। এদিকে, কৃষকদের প্রণোদনাসহ আর্থিক সহায়তার দাবি ক্ষতিগ্রস্তদের। এছাড়াও নদীর পানি কমার সাথে সাথে তিস্তা ও ধরলার কয়েকটি পয়েন্টে চলছে তীব্র নদী ভাঙন।ঘরবাড়ি ও ভিটেমাটি হারিয়ে বেশ কয়েকটি এলাকার অর্ধশত মানুষ ক্ষতিগ্রস্ত। পানি কমলেও বাড়িঘরে পানি থাকায় এখনও কেউই আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে যাননি। তবে খুব শিগগির বাড়িতে ফিরলেও ক্ষতিগ্রস্ত ঘর সংস্কারসহ অর্থের প্রয়োজন বলে জানান ক্ষতিগ্রস্তরা।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর