চাঁপাইনবাবগঞ্জে ওএমএস’র মাধ্যমে ন্যায্যমূল্যে চাল বিক্রি কার্যক্রম কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় নিমতলা এলাকায় ওএমএস’র ডিলারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান প্রমুখ।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদরে ৬টি, শিবগঞ্জে পৌরসভায় ৪টি, রহনপুর পৌরসভায় ৪টি, নাচোল পৌরসভায় ৩টি ও ভোলাহাটে ২টিসহ মোট ১৯টি ওএমএস কেন্দ্রে ১ লাখ ৬৭ হাজার ২০০ প্রান্তিক জনগোষ্ঠীকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে মাসে ২ বার চাল দেয়া হবে।
এ ছাড়া টিসিবি’র কার্যক্রম আবার আগামী ১০ সেপ্টেম্বর থেকে চালু হবে এবং টিসিবির ১ লাখ ৩০ হাজার ৩২০ কার্ডধারীররা টিসিবির পাশাপাশি ওএমএস’র সুবিধা পাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর