নাটোরের লালপুরে দোকান চুরির ঘটনায় চাকুর কোপে মুদি ব্যবসায়ী মাসুদ রানাসহ (৩০) চার যুবক আহত হয়েছেন। শনিবার উপজেলার লক্ষীপুর বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা গেছে।
সকালে মাসুদের দোকানে আশেপাশে একই এলাকার নিলাম ও আকাশ নামের পিতা ও পুত্রকে ঘুরাঘুরি করেতে দেখে চোর বললে ওই পিতা-পুত্র আহতদের চাকু দিয়ে কোপিয়ে জখম করেছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএম