শেষ মুহুর্তে জমে উঠেছে চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মাহফুজুর রহমান মঞ্জুর সাথে দলের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা আরেফিন আলম রঞ্জুর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মঞ্জু মোটরসাইকেল এবং রঞ্জু ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। ভোটারদের অভিমত বিদ্রোহী হয়েও প্রচার-প্রচারণায় খানিকটা এগিয়ে আছেন রঞ্জু।
আগামী ১৭ অক্টোবর সারাদেশে জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন নিয়ে চুয়াডাঙ্গায় নানা মেরুকরণ চোখে পড়ছে ভোটারদের। ভোটের মাঠে শক্তিশালী বিরোধী জোট না থাকায় মাঠ কাপাচ্ছেন আওয়ামী লীগের দু’প্রার্থী। এ নির্বাচনে ৫৬৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। সচেতন জনপ্রতিনিধিরা ভোটার হওয়ায় কঠোর পরিশ্রম করতে হচ্ছে প্রার্থীদের।
এবারের নির্বাচনে বিদ্রোহীদের ব্যাপারে আওয়ামী লীগ কিছুটা নমনীয় হওয়ায় মনোনীত প্রার্থী ছাড়াও নির্বাচনী মাঠে নামে দলের দু’প্রার্থী। এর মধ্যে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন মাঝপথে প্রার্থীরা প্রত্যাহার করেন। মাঠে থেকে যান অপর বিদ্রোহী আরেফিন আলম রঞ্জু।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের জেলা পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি শুরু করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএ