নোয়াখালীতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) উদ্যোগে যক্ষ্মা রোগ প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহরের নোয়াখালী ডায়াবেটিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাটাবের জেলা সভাপতি অধ্যাপক কাজী মুহম্মদ রফিক উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, মুখ্য আলোচক ছিলেন নোয়াখালী বক্ষব্যাধি ক্লিনিকের সিনিয়র কনসালট্যান্ট মো. আবু রায়হান।
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, যক্ষ্মা একটি জীবাণুঘটিত সংক্রামক রোগ, এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময়ে কাশি থাকলে কফ পরীক্ষা করাতে হবে। কফ পরীক্ষায় রোগ শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। নিয়মিত, সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ সেবনের মাধ্যমে যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত সাংবাদিকরা এবং স্থানীয়ভাবে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই