৩য় আন্ত কিং কারাতে প্রতিযোগীতায় চরভদ্রাসন উপজেলা কারাতে দল তিনটি স্বর্ণ ও দশটি তাম্র পদক অর্জন করেছে। রবিবার দিনব্যাপী ফরিদপুরের শেখ জামাল ষ্টেডিয়ামে এ কারাতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি ও পুলিশ সুপার মো: শহজাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কুমিতে ও একক কাতায় অংশ গ্রহন করে একটি স্বর্ণ এবং একটি তাম্রপদক অর্জন করে জান্নাত ও আবদুল্লাহ। কুমিতে প্রতিযোগীতায় একটি স্বর্ণ পদক অর্জন করে উর্মী খান। এছাড়া উক্ত দুটি ইভেন্টে অংশ নিয়ে মুসফিকুর রহমান লালন ২টি, রিতু আক্তার ২টি, সৈয়দ আবদুল্লাহ ২টি, রেখা ১টি, মহিউদ্দীন ১টি তাম্রপদক অর্জন করে।
চরভদ্রাসন উপজেলা কারাতে দলের এ অর্জনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাউসার।
বিডি প্রতিদিন/এএ