টেকনাফে ভয়ানক মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
এসময় ওই ব্যক্তির কাছ থেকে এক কেজি ৩১৩ গ্রাম আইস ছাড়াও ১০ হাজার পিস ইয়াবা, ৩৫০ প্যাকেট রিচ কফি, ২০ প্যাকেট রয়েল-ডি ও একটি রামদা জব্দ করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করেছে বিজিবি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান পাচারের সংবাদের ভিত্তিতে হ্নীলা জাদিমুরা নাফনদীর কিনারায় অবস্থান নেয় বিজিবি টহলদল। এসময় মিয়ানমার থেকে নৌকাযোগে এনে এক ব্যক্তি কিছু বস্তা লুকিয়ের রাখার সময় টহলদল দেখতে পায়। বিজিবি টহলদলের উপিস্থিতি টের পেয়ে সে রামদা দিয়ে বিজিবিকে আক্রমণের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক ব্যক্তি হ্নীলা ইউনিয়নের মৌচনী এলাকার নবী আহমদের ছেলে তাহের রহমান (২৪)।
তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে জব্দ করা মাদক ও অন্যান্য মালামালসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল