১৬ মার্চ, ২০২৩ ১২:৪৮

শ্রীপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি


শ্রীপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে ধলাদিয়া ডিগ্রি কলেজের নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ । 

ধলাদিয়া ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুল হক সিকদার (কাঞ্চন) এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক কোহিনুর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. মোঃ শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির হিমু, ধলাদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ বোরহান উদ্দিন মিলন,গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আখতারুজ্জামান পলান, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাঃ হাসিনা মমতাজ প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর