রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় আল-আমিন সিকদার (১৬) নামে একজ নসিমন চালক নিহত হয়েছেন। সে ফরিদপুর জেলার মধুখালী পৌরসভার বনমালিদিয়া গ্রামের মো. ইদ্রিস সিকদারের ছেলে। বুধবার ভোরে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বালিয়াকান্দি থেকে মধুখালী যাওয়ার ইলিশকোলে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আল-আমিন ও তার সহযোগী মো. ওলিউর শেখ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল-আমিন মারা যায়।
আল-আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী পৌরসভার কাউন্সিলর মো. মোশাররফ হোসেন।
বিডি প্রতিদিন/এএ