ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাম-পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ফুলপুর থানা প্রাঙ্গণ থেকে প্রধান অতিথি হিসেবে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। ফুলপুর থানার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে চাল (সিদ্ধ ও আতপ), ডাল, পিয়াজ, লুঙ্গী/শাড়ী, চিনি, আলু, সেমাই ও কাপড়সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, ৭২ জন গ্রাম পুলিশের হাতে পুলিশ সুপারের এসব ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়েছে। এতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ছাড়াও ওসি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, তারাকান্দা থানার ওসি আবুল খায়ের, ফুলপুর থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) বন্দে আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ