স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এর ‘স্মার্ট গাজীপুর’ বিনির্মাণ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা শহরের পিটিআইয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে জেলা প্রশাসক আনিসুর রহমান প্রধান অতিথি থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।
জেলা প্রশাসন আয়োজিত গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: কামরুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদা সিকদার, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ বি এম ইসমাইল হোসেন খান, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী, মুকুল কুমার মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।
দিনব্যাপী এ কর্মশালায় জেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মীসহ ১৩০ জন ব্যক্তি এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালায় অংশগ্রহণ করে "স্মার্ট গাজীপুর" বিনির্মাণে মতামত প্রদান করেন এবং সে অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করেন।বিডি প্রতিদিন/এএম