৫ মে, ২০২৩ ১৫:১৭

শেরপুরের নকলায় কৃষক খুন

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলায় কৃষক খুন

শেরপুরের নকলা উপজেলায় ৮ নং চর অষ্টধর ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধে আলী হোসেন (৬০) নামের এক কৃষক খুন হয়েছেন। এ ঘটনায় আলী হোসেনের সহোদর ভাইসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানিয়েছে, ওই এলাকার সেলিম মিয়া ও আলী হোসেনদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আলী হোসেন নিহত হন এবং দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়।

আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, আইনগত যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নকলা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর