ঝিনাইদহে পৃথক স্থান থেকে অমিতাভ সাহা ও গোকুল চন্দ্র নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুর ও কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত অমিতাভ সাহার বাড়ি মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে। আর গোকুল চন্দ্রের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল এলাকায়, তার বাবার নাম জীবন চন্দ্র কর্মকার।
জানা গেছে, সকালে ধোপাঘাটা পুরাতন ব্রিজের সামনে টার্মিনাল সড়কের এলাকার রাস্তার পাশে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। মুখে পলিথিন মোড়ানো ও বস্তাবন্দি ছিল মরদেহটির।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অমিতাভ সাহা নামের ওই যুবককে অন্য কোথাও হত্যা করে ঝিনাইদহে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
অপরদিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার একটি তেলপাম্পের পাশের মাঠের মধ্যে বৈদ্যুতিক পিলারের সাথে গলায় দড়ি বাঁধা অবস্থায় গোকুল চন্দ্র নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, অমিতাভ সাহার স্ত্রী তৃষা নন্দি বাদী হয়ে এজাহার দিয়েছেন। মামলা রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের আটকের জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রেখেছি। আর গোকুল চন্দ্রের লাশ ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট এলে বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ