সিলেটের বিশ্বনাথে বিশেষ অভিযান পরিচালনা করে আদালতের পরোয়ানাভুক্ত ৭ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ রবিবার তাদের সিলেট আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার লামাকাজী ইউনিয়নের উদয়পুর গ্রামের সামছু মিয়ার ছেলে সাইদ মিয়া, তালুজগত গ্রামের মৃত আবদুছ ছামাদের ছেলে ছাদ উদ্দিন, বিশ্বনাথ পৌর এলাকার চান্দশীরকাপন গ্রামের খলিলুর রহমানের ছেলে আনহার মিয়া, দশঘর ইউনিয়নের কোনারাই গ্রামের ওয়াব উলাহর ছেলে রিপন মিয়া, রায়কেলী গ্রামের ফিরোজ আলীর ছেলে নুর মিয়া, দশঘর গ্রামের আবদুল গণির ছেলে আবদুস সালাম ও রামপাশা ইউনিয়নের আমতৈল (আলীর বাড়ি) গ্রামের আজিজুর রহমানের ছেলে ইসমাইল আলী। এ তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা, উপপরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার।
বিডি প্রতিদিন/এএ