নেত্রকোনার পুর্বধলায় জমি নিয়ে বিরোধের জেরে সৎ-ভাইসহ স্বজনদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দর্জি ইদ্রিস আলীকে (৭০) হত্যা মামলার ৫ আসামিকে ধরলো র্যাব ১৪ পিসিএসমি। রবিবার ভোর রাতে দুই নারীসহ ৯ আসামির মধ্যে পাঁচজনকে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পরে তাদেরকে নেত্রকোনার পুর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে দুপুরে ময়মনসিংহ র্যাবের সিপিএসসি, টিটিসি কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় স্বাক্ষরিত প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্তের মাধ্যমে ডিএমপি, ঢাকার তুরাগ থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- এজাহারভুক্ত পলাতক আসামী মো. মোস্তাফিজুর রহমান (২৩), মো. আক্কাস আলী (৬৫), মো. রিফাত (২০), মোছা: মনোয়ারা খাতুন (৫৫) ও মেয়ে মোছা: পপি আক্তার (২০)। তারা সকলেই আত্মীয়।
প্রেরিত তথ্যে আরও জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা সৎ ভাই ও ভাতিজারা জমি নিয়ে বিরোধের জেরে দর্জি ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী ফরিদা আক্তার বাদী হয়ে ৯ জনকে আসামী করে আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা কৌশলে পালিয়ে যায় এবং ছদ্দবেশ ধারণ করে। কিন্তু র্যাবের সিপিএসসি ময়মনসিংহ গোপন সংবাদের খবের ছদ্মবেশে পলাতকদের গ্রেফতার করে। তাদেরকে বিকালে নেত্রকোনা পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
বিডি প্রতিদিন/এএম