জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের নেতৃত্বে ও তার দিক নির্দেশনায় আশাশুনি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে নৌকা প্রতীকের জন্য গণসংযোগ করেছেন।
লিফলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরে ২ সেপ্টেম্বর থেকে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সাতক্ষীরা-৩ আসনের নির্বাচনী এলাকায় এ গণসংযোগ কার্যক্রম চলছে। রবিবার দিনভর কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, চাম্পাফুল, কালিবাড়ি, উজিরপুর এবং আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া দিঘীরপাড় ও শোভনালীতে সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন সংসদ নির্বাচনে শেখ হাসিনার জন্য নৌকায় ভোট প্রার্থনার পাশাপাশি আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে সাতক্ষীরা-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয় তার জন্য দোয়া প্রার্থনা করেন নেতাকর্মীরা।
এ সময় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ.ব.ম মোসাদ্দেক, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, আওয়ামী লীগ নেতা বুদ্ধদেব সরকার, সোহরাব হোসেন মোড়ল, সাজ্জাদুল হক টিটুল, নজরুল ইসলাম গাইনসহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ ছিলেন।
বিডি প্রতিদিন/এএ