ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনায় আহত ছোট ভাইয়ের মৃত্যুর খবরটি শুনে কয়েক ঘণ্টার ব্যবধানে শোকাহত বড় ভাইও ঢলে পড়লেন মৃত্যুর কোলে। বাড়ি জুড়ে শোকের মাতম চলছে। গ্রামবাসীর মাঝেও এমন হৃদয় বিদারক ঘটনায় শোক নেমে এসেছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আলম মিয়া (৫৫) গত শুক্রবার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শনিবার দুপুরে ময়মনসিংহ পাঠালে রবিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে বাড়িতে আসা স্বজনদের সাথে ছোট ভইয়ের মৃত্যু নিয়ে কথা বলতে বলতে সকাল ১০ টার দিকে চেয়ার থেকে ঢলে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান বড় ভাই দুলাল মিয়া (৬২)। এরপর থেকে পুরো গ্রাম জুরে বইছে শোকের ছায়া।
তাদের ভাগিনা এরশাদ হোসেন জানান, সকালে বাড়ির উঠানে সবার সঙ্গেই চেয়ারে বসে ছিলেন বড় মামা দুলাল মিয়া। ছোট মামার লাশ আসার অপেক্ষায় বাড়িতে আসা স্বজনদের সাথে কথা বলতে বলতে হঠাৎ চেয়ার থেকে পড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কোনো কথাই বলতে পারেননি। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এমন হৃদয় বিদারক ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য মোকছেদুল হক বলেন, হাসপাতালে চিকিৎসাধীন থেকে ভোর রাতে ছোট ভাই মারা যায়। সকালে সেই মৃত্যুর খবর শুনে বড় ভাইও স্ট্রোক করে মারা গেছেন। ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ছোট ভাইয়ের লাশ আনা হচ্ছে। এক সাথেই দু'ভাইয়ের দাফন সম্পন্ন হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল