৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:১১

মেহেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদ্যাতুন নেসা নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা লায়লা আরজুবান বানু, সহ-সভাপতি পলি খাতুন বেদানা, সাবিয়া আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। গায়েবি মামলা, হামলা করে আমাদের দমানো যাবে না।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর