কৃষকের সুবিধার্থে আগাম আবহাওয়া বিষয়ক নির্ভরযোগ্য তথ্য ও পূর্বাভাস জানাতে দিনাজপুরের কাহারোলের ৬টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপন করা হয় ‘রেইন গজ মিটার’ নামের যন্ত্র। এতে যুক্ত করা হয় তথ্য বোর্ড, সয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র ও সৌর বিদ্যুৎ প্যানেল। যন্ত্রগুলো বসানো হলেও কোন তথ্য পাননি অভিযোগ কৃষকের। স্থাপনের পর কয়েকটি চালু হলেও পরে তা বন্ধ হয়ে যায়।
এরই মধ্যে কয়েকটির যন্ত্রপাতি নষ্ট হয়েছে। বর্তমানে কয়েকটি চালু রয়েছে বলে কৃষি অফিস জানায়।
জানা যায়, ২০১৭-২০১৮অর্থ বছরে এসব আবাহাওয়া যন্ত্রপাতি স্থাপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মাধ্যমে কৃষকদের জানার কথা আগামী ৩দিনের বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপূর্বাহ, আলোক ঘণ্টা সংক্রান্ত বিভিন্ন তথ্য। এই ব্যাপারে কাহারোলের রসুলপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সঞ্চয় কুমার মিত্র বলেন, আবহাওয়ার পূর্বাভাস যন্ত্র ‘রেইন গজ মিটার’ ইউপি ভবনে স্থাপন করা হয় এবং বর্তমানে এটি বন্ধ হয়ে আছে।
শাহীনসহ কয়েকজন কৃষক বলেন, এই যন্ত্রটি চালু থাকলে ফসলগুলোকে বিভিন্ন ক্ষতি থেকে রক্ষা করতে পারতাম। আবহাওয়া সম্পর্কে আগে থেকে জানতে পারলে আর সেই অনুযায়ী পরামর্শ পেলেতো অনেক উপকার হতো। ইউনিয়ন পরিষদে এই ধরনের ব্যবস্থা আছে তা এতদিন জানতাম না।
এই ব্যাপারে কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, আমি নতুন এসেছি। আপডেট নেয়া হয়নি। ইউনিয়ন পরিষদে বসানো আবহাওয়ার পূর্বাভাস যন্ত্র ‘রেইন গজ মিটার’ এর কয়েকটি চালু আছে এবং কয়েকটি বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।
বিডি প্রতিদিন/এএ