১০ অক্টোবর, ২০২৩ ১৬:৪৯

স্বপ্ন পূরণের দিনে পদ্মার পাড়ে আনন্দ উল্লাস

মুন্সীগঞ্জ প্রতিনিধি

স্বপ্ন পূরণের দিনে পদ্মার পাড়ে আনন্দ উল্লাস

প্রথমবারের মতো পদ্মার বুক চিরে পাড়ি দিল স্বপ্নের ট্রেন। রেল চলাচলকে কেন্দ্র করে পদ্মার পাড় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বইছে আনন্দের জোয়ার। এই অঞ্চলের মানুষের মাঝে বিষয়টি যেন এখনো স্বপ্নের মত। 

প্রকল্পের ঢাকা-ভাঙা অংশের ট্রেন চলাচলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করে রেল নেটওয়ার্কের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো স্বপ্নের পদ্মা সেতু। এরই মধ্যে ঢাকা-মাওয়া-ভাঙ্গা  অংশের ৮২ কিলোমিটার রেলপথসহ মাওয়া স্টেশন ট্রেন চলাচল শুরু হয়েছে। 

স্বাধীনতার পরে প্রথমবারের মতো ঢাকা- মাওয়া রোডে ট্রেন চলাচলকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও আনন্দ উল্লাস দেখা দিয়েছে। ট্রেন চলাচলকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করতেও দেখা গেছে সাধারণ মানুষদের। উদ্ধোধনী দিনে মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশনে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী, সেখানেই সংশ্লিষ্ট ও নির্ধারিত সমাজের ব্যক্তিদের নিয়ে সুধীসমাবেশ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।  

৩৯ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলপথে ১২০ কিলোমিটার গতিতে চলাচলকৃত ট্রেনটি নিয়ন্ত্রণে কম্পিউটার বেইজ সিগনাল সিস্টেম চালু করা হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর