১৪ অক্টোবর, ২০২৩ ২০:৫০

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ডিসি কোর্সের সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইল প্রতিনিধি

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ডিসি কোর্সের সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এসআইদের (নিঃ) ইন-সার্ভিস প্রশিক্ষণ ডিসি কোর্স ২০তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে টাঙ্গাইল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পিটিসি মাঠে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নজরুল ইসলাম এনডিসি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী পুনাকের সমাজ কল্যাণ সম্পাদক তৌহিদা রোকসানা নুপুর, ডিপুটি কমান্ড্যান্ট আশফাকুল আলম, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নজরুল ইসলাম বলেন, পুলিশ সব সময় সত্যের পথে কাজ করবে।বিভাগীয় ক্যাডেট এসআইদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সহিত  অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া ও মাননীয় প্রধানমন্ত্রীর "স্মার্ট বাংলাদেশ" বিনির্মানে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানাই এবং সকলের মঙ্গল কামনা করছি।

২০তম ডিসি কোর্সের কুচকাওয়াজ মাধ্যমে ৬২৩ জন বিভাগীয় ক্যাডেট এসআই (নি.) প্রশিক্ষণ সফলতার সাথে শেষ করে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর