জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাহিন মিয়া নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাহিন মিয়া(২) বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিন কামালপুর গ্রামের সুজন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিন কামালপুর গ্রামের সুজন মিস্ত্রির ছেলে মাহিন মিয়া মঙ্গলবার সকাল ৮টার দিকে নিখোজঁ হয়। এরপর পরিবারের লোকজন খোঁজাখোজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে মাহিনের মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।বিডি প্রতিদিন/এএম