কুড়িগ্রাম পৌর এলাকার কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে রিভার ভিউ স্কুল মোড়ের পাশে মঙ্গলবার রাতের আঁধারে একটি গাছে উঠে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম গাডু মিয়া (৩৫)। সে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বুধবার এ বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশের ওসি তদন্ত এম আর সাঈদ।
এর আগে মঙ্গলবার মধ্যরাত ১২টার দিকে ওই এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটলে স্থানীয় জনতা এসে প্রচন্ড ভিড় করতে থাকেন। স্থানীয়রা জানান, শহরের রিভারভিউ মোড় এলাকায় আকষ্মিকভাবে গাছের ওপর একটি বিকট শব্দ শোনা যায়। এরপর তারা দৌড়ে আসলে পাশেই থাকা গাছের দিকে সকলের নজর পড়ে। কিন্তু রাত গভীর হওয়ায় ভালো দেখতে পাচ্ছিলেন না। পরে স্থানীয়রা পাওয়ারফুল লাইট জ্বালিয়ে ওই গাছের ওপর দেখতে পান ডালে বৈদ্যুতিক তার গলায় পেঁচানো এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখা যায়। তবে স্থানীয়দের ধারণা, ওই যুবক নিজেই হয়ত গাছের মগডালে উঠে আত্মহত্যা করে থাকতে পারে। পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে ওই যুবকের মরদেহ গাছ থেকে নিচে নামান। পরে তার পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে যুবকের পরিচয় নিশ্চিত করে সদর থানা পুলিশ।
এ ব্যাপারে সদর থানার ওসি তদন্ত এম আর সাঈদ জানান, ধারনা করা হচ্ছে ওই যুবক গাছে উঠে আত্মহত্যা করে থাকতে পারে। নিহতের পরিবারের কাছে খবর দেয়া হয়। তারা আসলে প্রকৃত কারণ জানা যাবে।বিডি প্রতিদিন/এএম