৬ নভেম্বর, ২০২৩ ১৭:২০

নোয়াখালীতে নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

নোয়াখালীর সদর উপজেলার দরিদ্র, অসহায় নারী ও কিশোরীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘হেলপ দি পিপল ফাউন্ডেশনের’ সহযোগিতায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ইয়াসিন আলম রকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন জেহান ও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নিলা  ও নোয়াখালী প্লেস ক্লাবের নব নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ , কাদির হানিফ ইউপি চেয়ারম্যান আবদুর রহিমসহ অনেকে। এ সময় নোয়াখালী সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ১৩ জন অসহায় নারী ও কিশোরীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে সন্তোষ খুশি দরিদ্র অসহায় নারীরা। সেলাই মেশিনে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মহীন নারীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ বলে জানায় সংগঠনটি। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর