জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় নিতাই আগরওয়ালা (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে আক্কেলপুরের রেলস্টেশনের অদূরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নিতাই আগরওয়ালা আক্কেলপুর পৌরশহরের পুরাতন বাজার মহল্লার মৃত হীরালাল আগরওয়ালার ছেলে।
ওসি মোক্তার হোসেন জানান, নিতাই আগরওলা রেল লাইনের ওপর বসে ছিলেন। এসময় খলনাগামী রকেট মেইল ট্রেনটি রেলগেটে ঢুকে পড়ে। এসময় রেললাইন থেকে তাড়াহুড়া করে উঠার মুর্হুতেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান। স্বজনেরা লাশ নিয়ে গেছে। পরিবারের কোনো অভিযোগ নেই।
বিডি প্রতিদিন/এএম