৭ জানুয়ারি, ২০২৪ ১১:৪১

বাগেরহাটে ভোটার উপস্থিতি কম

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ভোটার উপস্থিতি কম

বাগেরহাটে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে শহরের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অপেক্ষাকৃত কম। সকাল ৯টায় শহরের বাগেরহাট কলেজিয়েট স্কুল কেন্দ্র গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। 

সকাল থেকে মোরেলগঞ্জের প্রতিটি কেন্দ্রে ভােটারদের ছিল দীর্ঘ লাইন। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে বলছে অনেকেই। 

বাগেরহাটের চারটি সংসদীয় আসনের ৪৮৮টি কেন্দ্রে এখন পর্যন্ত ভোটগ্রহণে কোন বিশৃঙ্খলা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। জেলার চারটি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াও অন্য ৭টি নিবন্ধিত রাজনৈতিক দল ও তিনজন প্রার্থীসহ সর্বমোট ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর