১৪ এপ্রিল, ২০২৪ ১২:০৮

নেত্রকোনায় নানা আয়োজনে বর্ষবরণ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় নানা আয়োজনে বর্ষবরণ

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

নানা আয়োজনে বর্ষবরণ করলো নেত্রকোনা জেলাবাসী। সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগে রবিবার (১৪ এপ্রিল) ভোর থেকে শুরু হয় রাখি বন্ধন ও বৈশাখ উদযাপনের গান। এসকল কর্মসূচিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। পরে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ করা হয়। 

সকাল ৯টায় নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের আয়োজনে সমন্বিত মঙ্গল শোভাযাত্রা বের হয় শহরে। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট মাঠে এসেই শেষ হয়। শোভাযাত্রায় মিতালি সংঘসহ হিমু পাঠক আড্ডা ও বিভিন্ন সংগঠন অংশ নেয়। 

জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও পুলিশ সুপার মো ফয়েজ আহমেদের নেতৃত্বে শোভাযাত্রা শেষে কালেক্টরেট প্রাঙ্গণে সাত দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এছাড়াও বর্ষবরণ উৎসবে জেলার সকল সাংস্কৃতিক সংগঠনগুলো নিজস্ব কৃষ্টি কালচারের নানা পরিবেশনের মাধ্যমে সকল দর্শকদের মুগ্ধ করে।  

সাংস্কৃতিক পরিবেশনায় বাংলাদেশ বাউল সমিতি নেত্রকোনা জেলা সমিতি, হিমু পাঠক আড্ডা, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ও উদীচীসহ বিভিন্ন সংগঠন তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর