মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। রবিবার (৫ মে) বেলা ১১টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন।
এসময় শফিক খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মীদের উপর হামলা ও প্রভাব বিস্তারের অভিযোগ করেন আসিবুর রহমান খান। এছাড়া নির্বাচনে পাঁচটি ইউনিয়নে জোরপূর্বক কেন্দ্র দখল করে শফিক খান নিজের প্রতীকে ভোট নিতে পারেন বলে সেই আশংকাও প্রকাশ করেন। শরীয়তপুর জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক বিশ্বজিত বৈদ্য নাদিম এবং মাদারীপুর সদর উপজেলার কৃষি অফিসের কর্মকর্তা হেমায়েত হোসেন সরকারী কর্মচারী হলেও তারা বিভিন্ন সময় নির্বাচনী প্রচার প্রচারণা করেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আসিব খান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খান সব অভিযোগ অস্বীকার করে বলেন, আগামীকাল সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো।
উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপি শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান আনারস প্রতীক ও তার চাচাত ভাই শফিক খান মোটর সাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/হিমেল