শেখ হাসিনা দেশ থেকে পালানোর ঘটনায় বগুড়ার পানি উন্নয়ন বোর্ড অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার সম্পদ ক্ষতির পাশাপাশি জরুরি ডকুমেন্ট পুড়ে গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে অসহযোগ চলাকালে বিক্ষুদ্ধ হয়ে ওঠে বগুড়াবাসী। এসময় পানি উন্নয়ন বোর্ড বগুড়া অফিসে আগুন দেওয়া হয়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গত সোমবার পদত্যাগ করে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর বগুড়ায় বিজয় মিছিল করে সর্বস্তরের মানুষ। মিছিলের আড়ালে দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড বগুড়া অফিসে অগ্নিসংযোগ করে।বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব নাজমুল হক বাংলাদেশ প্রতিদিনকে জানান, গত ৫ জুলাই সরকার পতনের পর বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত কতিপয় দুর্বৃত্ত আন্দোলনকারী সেজে পানি উন্নয়ন বোর্ডে কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে আগুনে পানি উন্নয়ন বোর্ডে রেস্ট হাউস পুরোপুরি ভষ্ম হয়ে যায়। রেস্ট হাউসের প্রতিটি কক্ষের এসিসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে। এছাড়াও অফিসের ১১টি কম্পিউটার ও মূল্যবান ডকুমেন্ট পুড়ে গেছে।
আগুনে ডিভিশনে রক্ষিত বিভিন্ন প্রকল্পের নথি, ঠিকাদারি কাজের ফাইল, গুরুত্বপূর্ণ কাজের নকশা পুড়ে গেছে। সাধারণ শাখা, হিসাব শাখা সব পড়ে গেছে। এমন সব ফাইল পুড়ে গেছে যার জন্য ভবিষ্যতে ঠিকাদার বিল তুলতে পারবেন না।
তিনি আরও জানান, অফিসের বিভিন্ন ডকুমেন্টে ছাড়াও অফিসের কর্মকর্তা কর্মচারিদের সার্ভিস বুক পুড়ে গেছে। সার্ভিস বুক পুড়ে যাওয়ার কারণে চাকরি শেষে পেনশন পেতে হয়রানি হতে হবে।
৫ জুলাইয়ের আগুনে অফিসের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনে অফিসের ইন্টোরিয়ার ডেকোরেশনও পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত