কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত জাত ও প্রযুক্তির পরিচিতি, চাষাবাদ ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কিষান ও কিষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার কৃষি স¤প্রসারণ অধিদফতর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মশালা। এতে বক্তারা বিনা ধান-২৬সহ তেল জাতীয় ফসল উদ্ভাবনের ইতিহাস, রোপনের কৌশল,পরিচর্যা, রোগ ও পোকামাকড় দমন এবং ধানের বীজ সংরক্ষণ নিয়ে আলোচনা করেন।
বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারণ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প কুমিল্লা অঞ্চলের মনিটরিং অফিসার আবু তাহের ও চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের আহমেদ।বিডি প্রতিদিন/এএম