রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় অবৈধ সেগুন, গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিজিবি’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ১ হাজার ৭৪ ঘনফুট। যার বাজার মূল্য প্রায় ২১ লাখ ৮৮ হাজার ৫৩৭টাকা। বরকল উপজেলার বড় হরিণ সীমান্তবর্তী চেকপোস্ট এলাকার কর্ণফুলী মোহনার কাপ্তাই হ্রদ থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই হ্রদ থেকে সেগুন, গোল কাঠ পাচারের খবর পায় বিজিবি। এ সময় বরকল ঠেগামুখ বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. জিলাস উদ্দিনের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল অভিযানে নামে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাঠ রেখে পালিয়ে যায়।
বিজিবি ছোট হরিণা (১২-ব্যাটালিয়ন) এর অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ জানান, সন্ত্রাস ও চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমএস