গাজীপুরের টঙ্গী স্টেশনরোড এলাকায় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তারা হলো- সোহান (২২) ও রুবেল (২৫)। এ সময় একটি মোবাইল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টঙ্গী স্টেশনরোড এলাকায় ছিনতাই চক্রের সদস্যরা দিন দুপুরে গাড়ির যাত্রীদের মোবাইল ছিনতাই করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়েস আহমেদ বলেন, ছিনতাই রোধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গত একমাসে প্রায় একশ’ ছিনতাইকারী আটক করে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ