গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় গোপালগঞ্জ আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, আগামী শনিবার থেকে জেলার তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নামলে শৈত্য প্রবাহ বলা হয়। ধারণা করা হচ্ছে আগামী শনিবার থেকে গোপালগঞ্জের উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
বিডি প্রতিদিন/নাজমুল