কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। তারা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের সিএনজি অটোরিকশার চালক শাহিন মিয়া (২৪) ও যাত্রী রাজন মিয়া (২২)। নিহত অপর তিনজন নারী।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবে যাবার সময় ব্রহ্মপুত্র সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাতে থাকা ৪জন যাত্রী ও চালকসহ ৫ জন ঘটনাস্থলেই মারা যান।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, দুটি কাভার্ডভ্যান আটক করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন