বগুড়ার শিবগঞ্জে অপহরণের এক মাসেও উদ্ধার হয়নি এক স্কুল ছাত্রী (১৫)। সন্ধান পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করলেও পাওয়া যাচ্ছে না অপহৃত কিশোরীকে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা জিল্লুর রহমান বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন, শিবগঞ্জ উপজেলার গুজিয়া এলাকার আবুল কালামের পুত্র মোঃ অনিক হাসান (২০), মো: হারুন এর পুত্র নাহিদ হাসান (১৯), মেহেদুল ইসলামের পুত্র রিয়াদ হোসেন (১৯), মৃত উমর আলীর পুত্র কাছেম (৪২), অভিরামপুর মন্ডলপাড়ার মোঃ কদবেল এর পুত্র রাকিব মিয়া (২২) এবং চক গোপাল গ্রামের আঃ গোফফার (৪৫)।
কিশোরীর বাবা জিল্লুর রহমান বলেন, তার মেয়ে (১৫) শিবগঞ্জ থানাধীন গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে ১০ শ্রেণীতে পড়াশোনা করে। বিদ্যালয়ে যাতায়াতের পথে আসামিরা বিভিন্ন সময়ে উত্যাক্ত করতো। এক পর্যায়ে গত ৩০ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে তার মেয়েকে আসামীরা অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে অনেক খোঁজ করেও আর পাওয়া যায়নি। পরে গত ৬ এপ্রিল বগুড়ার শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করা হয়। মামলার এক মাস পার হলেও এখনো মেয়েটির সন্ধান পায়নি পুলিশ।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন জানান, পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। সেই সঙ্গে অপহৃত কিশোরীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/হিমেল