মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পাকুরিয়া ও খরমপুর মাঠের মধ্যবর্তী সড়কে শনিবার (৩ মে) রাত ৯টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সশস্ত্র ডাকাতদল পথচারীদের গতিরোধ করে অস্ত্রের মুখে লুটপাট চালায়। এক বেকারি ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়, এবং এক সাইকেল আরোহীকে গাছের সঙ্গে বেঁধে রাখে।
এ সময় একটি মোটরসাইকেল ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে ডাকাতরা তিনটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে এলাকাবাসী ছুটে এলে ডাকাত দল পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে গাংনী থানার ওসি বাণী ইসরাইলের সরকারি মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করে সংযোগ বিচ্ছিন্ন করেন।
বিডি প্রতিদিন/আশিক