বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। আজ সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে বিক্ষোভ করে তারা।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হারুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক শিকদার, বিএনপির প্রবীণ নেতা রত্তন আলী বিশ্বাস, সাবেক সহ-সভাপতি শওকত হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মোল্লাসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ