গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কবি সুকান্ত মেলা। কোটালীপাড়া উপজেলা প্রশাসন অন্যান্য বছরের মতো এবছরও এ মেলার আয়োজন করে।
কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে সুকান্তের পৈতৃক ভিটায় এ মেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেলে মেলাটি উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়াও ছিল বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বসে গ্রামীণ মেলা।
বিডি প্রতিদিন/এমআই