ফরিদপুরে তামান্না আক্তার লিমা (২৫ ) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ মে) বিকাল ৫ টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে গৃহবধূর বাবার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। লিমা ওই গ্রামের মিলন ফকিরের মেয়ে এবং ফরিদপুর জেলা সদরের পশ্চিম খাবাসপুর এলাকার নাঈম ভূইয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ দিন আগে পারিবারিক কলহের জেরে লিমা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে লিমা তার মায়ের সাথে কথা বলে তাদের টিনের ঘরের পূর্ব পাশের একটি রুমের দরজা বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলে তার ছোট ভাই শাহরিয়ার ফকির বিকেলে রুমের দরজা বন্ধ দেখে বোনকে ডাকাডাকি করতে থাকে। রুমের ভিতর থেকে কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তার বোনকে ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে লিমাকে ঝুলন্ত অবস্থায় দেখে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লিমার মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক রতন কুমার মন্ডল বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ তামান্না আক্তার লীমা গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য বুধবার (২১ মে) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বছর দেড়েক আগে মেয়েটির বিয়ে হয়। স্বামী ফরিদপুর শহরে একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন।’
বিডি প্রতিদিন/জামশেদ