ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ৩০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে শুরু হওয়া এ যানজট সন্ধ্যা নাগাদ কমে ১০ কিলোমিটারে এসে ঠেকে। যানজটের কারণে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
একাধিক সূত্রে জানা গেছে, যানজটের শুরু বুধবার রাত ৮টা থেকে।
উল্লেখিত সড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে শুরু হয়ে হবিগঞ্জের মাধবপুর এলাকার কাছাকাছি নাগাদ গিয়ে ঠেকে এ যানজট। মূলত সড়কের বেহাল দশার কারণে ধীরে গাড়ি চলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে বিশ্বরোড মোড় এলাকায় একটি গাড়ি আটকে গেলে যানজট তীব্র আকার ধারণ করে। শুরুতে হাইওয়ে থানা পুলিশ যানজট নিরসনে কাজ করে। পরে থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও এসে যোগ দেয়।
যানজটের ভুক্তভোগী একটি বাসের যাত্রী জেসমিন আক্তার দুপুরে জানান, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রায় তিন ঘণ্টা যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় বাস আটকে থাকে। চরম দুর্ভোগ পোহাতে হয় তাকে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, বিকালের দিকে যানজট অনেকটা কমে গেছে। সব মিলিয়ে দুপাশে ১০ কিলোমিটারের মতো যানজট রয়েছে। মূলত খানাখন্দে গাড়ি চলতে পারে না বলে প্রায়ই যানজট লাগে। এছাড়া ছয় লেনের কাজ চলাকালীন জায়গায় যানবাহনের চালকরা নিয়ম মানেন না বলে আরো বেশি সমস্যা হয়। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ও সড়কের গর্তে ট্রাক আটকে যাওয়ার ঘটনায় বুধবার রাত থেকে যানজট দেখা দেয়।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন