নরসিংদীতে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নজরপুর ইউনিয়নের সোহেল সরকার, আল-আমিন, ইলিয়াস এবং তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এর ফলে এলাকাবাসীর বাড়িঘর নদীভাঙনের হুমকিতে পড়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় গত ১১ জুলাই নজরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন সিয়ামের উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বক্তারা জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তারা দাবি করেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা।’
মানববন্ধনে বক্তব্য রাখেন নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, সদস্য সচিব কামরুল পাঠান, যুগ্ম আহ্বায়ক রতন ডাক্তার, সেন্টু মিয়া, সোলাইমান মিয়াসহ অনেকে।
বিডি প্রতিদিন/জামশেদ