ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় এক দালালসহ নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। বুধবার ও বৃহস্পতিবার (২১ আগস্ট) টানা অভিযানে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কুসুমপুর সীমান্তে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। কুসুমপুর বিওপির হাবিলদার শহর আলীর নেতৃত্বে চাপাতলা গ্রামের একটি মাল্টা বাগান থেকে স্বরুপপুর গ্রামের দালাল মোঃ রাশেদ মিয়া (২০) এবং তার সাথে থাকা দুই নারীসহ মোট ৯ জনকে আটক করা হয়।
তারা সবাই অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। আটক দালালসহ সকলকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        