পটুয়াখালীর কলাপাড়ায় ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড
দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে পৌরশহরের কলাবাজার এলাকায় তিনটি গোডাউনে অভিযান চালিয়ে এক হাজার ৩০০ পিস চায়না দূয়ারী এবং দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন সাদেক এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার যৌথ এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত জালগুলো আন্দারমানিক নদীর পাড়ে ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। দেশীয় মাছ ধ্বংসকারী নিষিদ্ধ জাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/নাজিম