বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে নির্বাচন কমিশন একটি আসন কমানোর প্রতিবাদে আজ (সোমবার) সকাল থেকে জেলাব্যাপী চলছে সকাল-সন্ধ্যা হরতাল। জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বানে এই হরতাল চলাকালে সকাল হতে বাগেরহাট থেকে ঢাকা চট্টগ্রামসহ ৪৮টি দূরপাল্লার রুট ও আন্তঃজেলা রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একই ভাবে জেলার সব উপজেলা সদর ও পৌর শহরগুলোতেও সর্বাত্মক হরতাল চলছে।
সড়ক পথে মোংলা বন্দরের মালামালা আনা-নেয়ার কাজও বন্ধ রয়েছে। সড়ক-মহাসড়ক বন্ধ থাকায় মোংলা বন্দরসহ বাগেরহাট জেলা সরাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচলকারি যাত্রীরা। বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষুব্দ নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ সকালে হরতাল চলাকালে জেলা সদরসহ সব উপজেলার নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। হরতাল চলাকালে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ব্যাংক বীমা ও সরকারি অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। মোরেলগঞ্জে পানগুছি ও মোংলা নদীতে সড়ক বিভাগের ফেরী চলাচলও বন্ধ রয়েছে।
হরতাল চলাকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, দশানী মোড়, খান জাহান আলী (রহ.) মাজার মোড়, মুনিগঞ্জ সেতু ও দড়াটানা সেতু টোল প্লাজা, জেলা প্রশাসকের কার্যালয়, নির্বাচন অফিস ও জজ আদালতসহ গুরুত্বপূর্ন স্থাপনায় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        