‘গণভবন বিজয় দিবস’ বা ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’র বর্ষপূর্তি উপলক্ষে ‘ফতেহ গণভবন সাইকেল র্যালি’ নামে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। র্যালিতে শিবিরের নেতাকর্মীরাসহ ঢাবির অন্তত ৫০০ শিক্ষার্থী অংশ নেন।
মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৬টায় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণভবনে গিয়ে আবার অন্য সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ে এতে শেষ হয়। র্যালি অংশ নেওয়া প্রত্যককে একটি করে টি-শার্ট দেয় সংগঠনটি।
র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড ও শান্তিপূর্ণ স্লোগানের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
র্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, দফতর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        