বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর বলেছেন, নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাইকে একসঙ্গে পাড়া-মহল্লায় নির্বাচনী মাঠে নেমে পড়তে হবে।
শুক্রবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অপূর্ব হালদার ও খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।
বিডি প্রতিদিন/এমআই