আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।
রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
এ সময় ভিপি নুরুল হক বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি একমত। সাধারণ শিক্ষার্থীরা চাইলে আমি দায়িত্বগ্রহণ করব। না চাইলে করব না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তার প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি গণভবনে গিয়েছি। সেটি আমার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেই গণভবনে গিয়েছি।
সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন বলেন, ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। এতে অনিয়ম পরিলক্ষিত হয়েছে। তাই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে ঢাবির মর্যাদা রক্ষায় পুনর্নির্বাচন দাবি করছি।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৯/মাহবুব